নাসরুল্লাহর হত্যায় ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে তেহরান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এমন ঘটনা ইসরায়েলের ‘ধ্বংস’ ডেকে আনবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরেফকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা দখলদার শাসকগোষ্ঠীর নেতাদের হুঁশিয়ার করছি যে অন্যায় রক্তপাত... বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব শহিদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ’র ‘হত্যা’ তাদের ধ্বংস ডেকে আনবে। ইরান ইসলামি প্রতিরোধের পাশে দাঁড়াবে।’

এ ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাসরুল্লাহর মৃত্যুতে তার শোক প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে এ হত্যাকাণ্ডে ‘জড়িত’ হিসেবে অভিযুক্ত করেছেন।

রাষ্ট্রীয় টিভি ফুটেজে নাসরুল্লাহর মৃত্যুতে শোকাহত বহু মানুষকে সমবেত হয়ে হিজবুল্লাহ’র হলুদ পতাকা নেড়ে ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে গতকাল হিজবুল্লাহর প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি।