পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবির জামিন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইমরান খানের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি

ইমরান খানের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে এক মামলায় জামিন দেওয়া হয়েছে।

সেইসঙ্গে বলা হয়েছে, তার বিরুদ্ধে আরো কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা ও মামলা না থাকলে বুধবারই তিনি কারাগার থেকে জামিনে বের হতে পারবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বুশরা বিবির বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেফতারি পরোয়নাও নেই এবং সেইসঙ্গে তার বিরুদ্ধে আর কোনো মামলাও দায়ের হয়নি। ফলে, বুধবার তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা রইলো না।

বুধবার (২৩ অক্টোবর) পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজ এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, বুধবার লাহোরের হাইকোর্ট তোশাখানা মামলায় কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় বুধবারই তিনি জামিনে মুক্তি পাবেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে আটক রয়েছেন।

জানা গেছে, ১০ লাখ রুপির মুচলিকায় বুশরা বিবিকে জামিন দেওয়া হয়। তার বিরুদ্ধে তোশাখানা মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।