ইসরায়েলি হামলায় গাজায় টিকাদান কর্মসূচি বন্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলার কারণে গাজায় পোলিও টিকাদান কর্মসূচি বন্ধ হয়ে গেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য জানায় আল জাজিরা।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনী এই অঞ্চলে হামলা এখনো অব্যাহত রেখেছে। এতে পোলিও টিকার কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে অঞ্চলটির উত্তর অংশে ব্যাপকভাবে অবরোধ ও বোমাবর্ষণের কারণে এ কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, "এ হামলার ফলে সময়মতো টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে এবং উত্তর অঞ্চলের শিশুরা টিকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।"

বিজ্ঞাপন

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইসরায়েলি বোমাবর্ষণ, অসংখ্য মানুষের বাস্তুচ্যুতি এবং স্বাস্থ্যকর্মীদের প্রবেশাধিকারের বাধার কারণে উত্তর গাজায় শিশুদের জন্য পোলিও টিকাদান অভিযান স্থগিত করা হয়েছে।

আজ এ অঞ্চলটির ১ লাখ ১৯ হাজার বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল।

জাতিসংঘের এজেন্সি এক বিবৃতিতে বলেছে, "বেসামরিক অবকাঠামোতে চলমান হামলাসহ বর্তমান পরিস্থিতি উত্তর গাজায় জনগণের নিরাপত্তা এবং চলাচলকে বিপন্ন করে তুলছে। যার ফলে পরিবারের পক্ষে শিশুদের নিরাপদে টিকা দেওয়ার জন্য নিয়ে আসা এবং স্বাস্থ্যকর্মীদের পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।"