মেক্সিকোতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরের উপকূলীয় দেশ মেক্সিকোতে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুর্বৃত্তদের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির বিভিন্ন অঞ্চলে গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই আধিপত্য বিস্তারে গুলি বিনিময় ও হত্যার ঘটনা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, মেক্সিকোর সিনালোয়া স্টেটে মঙ্গলবার গোষ্ঠীগত দ্বন্দ্বে মোট ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর একটি গোষ্ঠীর নেতাকে আটক করা হয়েছে।

এ সময় ৭টি গাড়ি, মেশিনগানসহ ৩০টি অস্ত্র, গুলি, সামরিক বাহিনী যে ধরনের ভেস্ট ব্যবহার করে, সে ধরনের ভেস্ট এবং হেলমেট জব্দ করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়।

মূলত সোমবার (২১ অক্টোবর) সিনালো স্টেটের রাজধানী কুলিয়াকানের অদূরে রাজধানী গোষ্ঠীগত দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। শহর থেকে ৭ মাইল দূরে ৩০ জনের মতো দুর্বৃত্ত সেনাবাহিনীর ওপর গুলি ছোড়ে। এ হামলা পর সেনাসদস্যরা পাল্টা হামলা চালালে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।