ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ১৫টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শনিবার (২ নভেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে সকালের দিকে হাইফা উপসাগর এবং গ্যালিলি অঞ্চল লক্ষ্য করে ১০টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এর বেশিরভাগই আটকাতে সক্ষম হয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সামরিক বাহিনী আরও জানায়, সকালে পাঁচটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করার পরে পশ্চিম গ্যালিলি অঞ্চলে সতর্কতা জারি করা হয়। এরপরই এসব রকেট হামলা ঠেকানো সম্ভব হয়।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, একর, নাহারিয়া, হাইফা বে এবং গ্যালিলি অঞ্চলে রকেট হামলার সাইরেন বেজে উঠেছে। এখন পর্যন্ত কোনো হতাহত, আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।