ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছরপূর্তিতে বাংলাদেশকে আমন্ত্রণ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেশী বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মতবিভেদ দূর করে ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদ্‌যাপন করার লক্ষ্যে ভারতের সরকার প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
ওই আয়োজনে অংশ নিতে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতীয় উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির ওই আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে বাংলাদেশ এখনও বৈঠকে অংশগ্রহণের বিষয়ে কিছু জানায়নি।
১৮৬৪ সালের ব্যাপক বিধ্বংসী এক ঘূর্ণিঝড় কলকাতাকে ধ্বংসস্তূপে পরিণত করে। এরপর ১৮৬৬ এবং ১৮৭১ সালে ভয়াবহ দু’টি বন্যার আগাম পূর্বাভাষ জানাতে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় সারা বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়।
পরে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ১৮৭৫ সালে ভারতের আবহাওয়া বিভাগের পথচলা শুরু হয়। আগামী ১৫ জানুয়ারি ভারতের সরকারি এই আবহাওয়া সংস্থার দেড়শ বছর পূর্ণ হতে যাচ্ছে।
১৮৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে, আইএমডির সদরদপ্তর ছিল কলকাতায়। পরে ১৯০৫ সালে সংস্থাটির সদরদপ্তর শিমলায়, তারপর ১৯২৮ সালে পুনে এবং শেষ পর্যন্ত ১৯৪৪ সালে নয়াদিল্লিতে স্থানান্তর করা হয়। তখন থেকে সংস্থাটির সদরদপ্তর দিল্লিতেই রয়েছে।

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করা উচিত ঢাকার। এটি এক ঐতিহাসিক মুহূর্ত হবে। আমরা চেয়েছিলাম, ভারতের আবহাওয়া বিভাগের প্রতিষ্ঠার সময় যে-সব দেশ অবিভক্ত ভারতের অংশ ছিল, সেসব দেশের কর্মকর্তারা যেন উদযাপনে অংশ নেন।