মে'র জায়গায় আসছেন কে?

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে রয়েছেন যারা, ছবি: সংগৃহীত

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে রয়েছেন যারা, ছবি: সংগৃহীত

থেরেসা মে’র পদত্যাদের পর যুক্তরাজ্যে এখন একটাই প্রশ্ন কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। এই সংকট থেকে ব্রিটিশদের উত্তরণ করবে কে?

ইতোমধ্যে মের জায়গায় বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই নিয়ে জুয়াড়িরাও ধরেছেন জুয়া।

বিজ্ঞাপন

জুয়াড়িদের তালিকায় শীর্ষে রয়েছেন থেরেসা মের আমলের ফরেন সেক্রেটারি বরিস জনসন।

বাজিকরদের ওয়েবসাইট ওডসচেকারের তথ্যমতে বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৪৭ শতাংশ। জুয়াড়ি ছাড়াও অন্যান্যরাও এগিয়ে রাখছেন বর্ষীয়ান রাজনীতিবিদকে।

বিজ্ঞাপন

এদিকে মের ব্রেক্সিট সেক্রেটারি ডমিনিক রাবের নামও শোনা যাচ্ছে। এছাড়া মাইকেল গোব, জেরেমি হান্ট, আন্দ্রে লিডসম, পেনি মরডন্ট, সাজিদ জাভিদ এবং ররি স্টুয়ার্টের নামও সমভাবে উচ্চারিত হচ্ছে।

উল্লেখ্য, ব্রেক্সিট নিয়ে টানাপোড়েনের পর আর ক্ষমতায় টিকে থাকতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শুক্রবার (২৪ মে) তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তবে পদত্যাগের ঘোষণা দিলেও আগামী ৭ জুন থেকে তার তা কার্যকর হবে।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র পদত্যাগ