গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা, নিহত ২৮

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় মারা গেছেন ২৮ জন। এপর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা দাড়িয়েছে প্রায় ৪১ হাজার ৩০০জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের সেনাবাহিনীর বোমা হামলায় ২৮ জন মারা গেছেন। এছাড়া পশ্চিম তীরের কাবাতিয়াতে ইসরায়েলি সেনাদের অভিযানে আরো ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সৈন্যরা একটি ছাদ থেকে মৃতদেহ নিচে ফেলে দিচ্ছে এমন ভিডিও প্রকাশ করেছে আল জাজিরা।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ২৭২ জন মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৬ হাজার ৭৯৫ জন শিশু এবং ১১ হাজার ৩৭৮ জন নারী। এছাড়া ৯৫ হাজার ৫৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন