চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী।

তারা হলেন-যুক্তরাষ্ট্রের উইলিয়াম কেইলিন, পিটার র‌্যাটক্লিফ এবং যুক্তরাজ্যের গ্রেগ সেমেনজা।

বিজ্ঞাপন

২০১৯ সালের প্রথম সেশনের এই পুরস্কার সুইডেনের স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয়।

অক্সিজেনের প্রাপ্যতা উপর নির্ভর করে মানবদেহের কোষগুলো কিভাবে খাপ খাইয়ে নেয় সেটি নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ তাদের ২০১৯ সালের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সুইডেনের স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) সকালে নোবেল কমিটি তাদের ভেরিফায়েড টুইটার পেজে এক পোস্টে এই তিন বিজ্ঞানীর নোবেলপ্রাপ্তির তথ্য নিশ্চিত করেন।

নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়, এই ত্রয়ীর আবিষ্কারের মধ্যদিয়ে ‘রক্ত স্বল্পতা, ক্যানসার এবং অন্যান্য অনেক রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন কৌশল’আবিষ্কারের পথ সুগম হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) পদার্থবিজ্ঞান ও বুধবার (০৯ অক্টোবর) রসায়ন বিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে। শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করবে।

এছাড়া সোমবার (১৪ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স ঘোষণা করবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। মোট ৬টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।