দাবানলে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী ২০০ বাড়ি পুড়ে ছাই
দাবানলে (বুশফায়ার) অস্ট্রেলিয়ার উপকূলবর্তী ২০০ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ডের কমপক্ষে ৪৩টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আর নিউ সাউথ ওয়েলসের আরো ২০০ বাড়িঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আগুন শহরগুলো ঘিরে ফেললে হাজার হাজার লোক সমুদ্র সৈকতে পালিয়ে যায়।
এখন পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। এজন্য ভিক্টোরিয়ার বন্ধ প্রধান সড়কটি লোকজনের যাওয়ার জন্য বুধবার দুই ঘণ্টার জন্য আবার খোলা হয়।
তবে নববর্ষের প্রথম দিনের শুরুর দিকের কয়েক ঘণ্টায় কেবল নিউ সাউথ ওয়েলসেই ১১২ স্থানে আগুন জ্বলছিল।
আর ভিক্টোরিয়ায় জরুরি অবস্থার মধ্যে ৪৫টি বুশফায়ারের সতর্কতা ছিল। পরে অবশ্য এটি ‘ওয়াচ অ্যান্ড অ্যাক্ট’ সতর্কতায় নেমে আসে।
এদিকে দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। সবচেয়ে বেশি দাবানল দেখা গেছে নিউ সাউথ ওয়েলসে।
প্রসঙ্গত, কয়েক মাস ধরে চলমান দাবানলে বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। দাবানলে মারা গেছে প্রায় ছয়জন। ভিক্টোরিয়ায় চারজন এবং নিউ সাউথ ওয়েলসে একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া পুড়ে গেছে কয়েকশ’ বাড়িঘর। আর ধ্বংস হয়েছে কয়েক লাখ হেক্টর জমি।