কাসিমের জানাজায় মানুষের ঢল
ইরানের জেনারেল কাসিম সোলাইমানির জানাজায় মানুষের ঢল নেমেছে। এ সময় কাসিমের কফিন ঘিরে শোকার্ত মানুষ মিছিল বের করে।
শনিবার (৪ জানুয়ারি) ইরাকের রাজধানী বাগদাদে কাসিমের মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সমবেত হয় এসব মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র ও ট্রাম্প বিরোধী স্লোগান দিতে থাকে তারা।
এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হয় ইরানের জেনারেল কাসিম সোলাইমানি। হত্যার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করা হয়েছে।
কাসিমকে হত্যার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন, কাসিমকে হত্যার পেছনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তার এমন বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত চার হাজার মার্কিন সেনা মোতায়েন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
তবে কাসিমকে হত্যার পরদিন এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধ বাধাতে নয়, বন্ধ করতেই কাসিমকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন- ট্রাম্পের নির্দেশেই কাসিমকে হত্যা
বাগদাদে রকেট হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত