মার্কিন ঘাঁটির আশপাশ থেকে ইরাকি সেনাদের সরতে বললো হিজবুল্লাহ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি থেকে ইরাকি সেনাদের দূরে থাকতে বলেছে ইরাক ও সিরিয়ায় অবস্থান করা ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন খাতিব হিজবুল্লাহ। শনিবার (৪ জানুয়ারি) সংগঠনটি থেকে এ বক্তব্য দেওয়া হয়।

সংগঠনটি থেকে জানানো হয়, আমরা ইরাকি বাহিনীকে মার্কিন ঘাঁটি থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরুত্বে থাকতে বলেছি। এছাড়া ঘাঁটি থেকে সরে যাওয়ার জন্য রোববার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বাগদাদে মার্কিন দূতাবাস-বিমানঘাঁটিতে রকেট হামলা

বাগদাদে মার্কিন ঘাঁটি ও সুরক্ষা অঞ্চলে রকেট হামলার পর সংগঠনটি থেকে এমন বক্তব্য দেয়।

বিজ্ঞাপন

এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বাগদাদে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

আরও পড়ুন: প্রতিশোধ না নিতে ইরানের প্রতি আমেরিকার আহ্বান

হামলার খবর নিশ্চিত করেছে ইরাকি সামরিক বাহিনী। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র খাতিব হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে আসছে। এছাড়া শুক্রবারের মার্কিনি হামলায় কাসিম সোলাইমানির সঙ্গে হিজবুল্লার একাধিক শীর্ষ নেতা নিহত হন। এসব হত্যার প্রেক্ষিতে মার্কিন ঘাঁটিতে হিজবুল্লাহ হামলা করতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

আরও পড়ুন: মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র: বছরের সূচনালগ্নেই যুদ্ধের ঘণ্টা?