অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ৩ মার্কিন ক্রু নিহত
অস্ট্রেলিয়ায় দমকলবাহিনীর প্লেন বিধ্বস্ত হয়ে তিনজন মার্কিন ক্রু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশটির নিউ সাউথ ওয়েলসে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সময় দুপুর ১.৩০টা মিনিটে দমকল বাহিনীর একটি প্লেন নিখোঁজ হয়। এর কিছু সময় বাদেই বিধ্বস্ত প্লেনটিকে খুঁজে বের করা হয়। এতে প্লেনটির তিন মার্কিন ক্রু নিহত হয়েছে।
নিউ সাউথ ওয়েলেসের প্রধান গ্ল্যাডিস বেরেজিকলিয়ান জানান, রাজধানী ক্যানবেরার দক্ষিণে স্নোই পর্বতমালায় প্লেনটি বিধ্বস্ত হয়।
নিহতদের পরিবারদের জন্য প্রার্থনা এবং আন্তরিক সমবেদনা জানিয়েছে গ্ল্যাডিস বেরেজিকলিয়ান।
নিউ সাউথ ওয়েলসের স্থানীয় দমকল বাহিনী থেকে জানানো হয়, ওই তিন মার্কিন ক্র দাবানল নিয়ন্ত্রণের কার্যক্রমে অংশ নিয়েছিলো।
আর কমিশনার শেন ফিটসিম্মনস জানান, এই অঞ্চলে দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে জল-বোমা নিক্ষেপ করার জন্য কয়েকটি প্লেন মোতায়েন করা হয়েছে। তবে প্লেনটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
গত সেপ্টেম্বর থেকে চলে আসা দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস, সিডনি ও ভিক্টোরিয়া। বৃষ্টি ও আকস্মিক বন্যার পরেও নিউ সাউথ ওয়েলস এখন পর্যন্ত প্রায় ৮০ জায়গায় আগুন জ্বলছে। আর অধিক তাপমাত্রায় আবার দাবানল বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দাবানল বৃদ্ধির ফলে ক্যানবেরার বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।