বোমার শব্দ থেকে শিশুদের রক্ষায় সুরেলা বাজনা



নুসরাত জাবীন বিভা, আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এক শিশু দালা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এক শিশু দালা

  • Font increase
  • Font Decrease

দূর থেকে দেখা যাচ্ছে বাচ্চারা আনন্দ করছে, রঙিন বেলুন নিয়ে খেলছে, গানের সুরে মাথা দোলাচ্ছে— এটা বিশ্বের যেকোন প্রান্তের কোন এক স্কুল মাঠের দৃশ্য হতে পারে। তবে এই হাসিখুশি বাচ্চাদের কিচিরমিচির এক ক্ষণস্থায়ী বিভ্রম!

সিরিয়ায় নয় বছর ধরে চলা অমানবিক গৃহযুদ্ধের বোমা বিস্ফোরণের ভয়ানক শব্দ থেকে বাচ্চাদের কয়েক মুহূর্ত ভুলিয়ে রাখতে সুরেলা সঙ্গীতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাজনা থামতেই আবার শোনা যায় মুহুর্মুহু গোলাগুলি ও বোমা বর্ষণের শব্দ। তারপর নেমে আসে বিষাদময় নীরবতা।

শিশু নিরাপত্তা বিষয়ক দাতব্য সংস্থা হুররাস নেটওয়ার্কের বিলাল আল-শাওয়া বলেন, “আপনারা এদের চোখে ভয় দেখতে পাবেন। এদের বার বার খুঁজতে দেখবেন যে, কোন প্লেন আসছে কিনা।”

আল-শাওয়া সিএনএনকে বলেন, “বাচ্চাগুলোর খেলাধুলা এবং পড়াশোনার ব্যাপারে ভাবার কথা ছিল। এখন আমাদের মূল লক্ষ্য কীভাবে তাদের ভীতিকর কিছু শোনা থেকে দূরে রাখা যায়।”

সিরিয়ার ইদলিবে বোমা হামলা

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের সর্বশেষ ঘাঁটি ইদলিব প্রদেশের মারাত মিসরীন শহরের একটি স্কুলে হুররাস সুরেলা বাজনার এই আয়োজন করেছে। শিশুদের শারীরিকভাবে নিরাপদ রাখতে কারোই তেমন কিছু করার ক্ষমতা নেই। তাই আল-শাওয়া ও তার প্রতিষ্ঠান চেষ্টা করছে শিশুদের মানসিকভাবে যেন সুস্থ রাখা যায়।

সিরিয়ার যে জায়গাগুলো বিদ্রোহীদের বা তুরস্কের বাহিনীর নিয়ন্ত্রণে আছে হুররাস সেখানে সাপ্তাহিক মানসিক-সামাজিক সহায়তা সেশনের আয়োজন করে। বাচ্চাদের সহনশীলতা এবং টিকে থাকার দক্ষতা তৈরি এবং প্রয়োজনে ব্যক্তিগতভাবে কথা বলে সাহস জোগানো এদের মূল উদ্দেশ্য। এই সংস্থা মা-বাবাদেরও সন্তানদের সাহস জোগানো এবং বাড়িতে ক্ষতির পরিমাণ কমানোর উপায় শিখতে সাহায্য করে।

গত ৫ মার্চ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) প্রকাশিত এক জরিপে ইদলিবের শিশুদের ট্রমার ব্যাপারে বলা হয়েছে, ৬২ শতাংশ মা-বাবা বলেছেন— তাদের সন্তানরা প্রায়ই অজানা কারণে অথবা সংঘর্ষ চলাকালে প্লেন উড়ে যাওয়ার সময় কেঁদে ওঠে। প্রায় ৪৬ শতাংশ জানিয়েছেন, তাদের সন্তানদের অস্বাভাবিকভাবে মন খারাপ করে থাকতে দেখা যায়। ৩০ শতাংশের বেশি বলেছেন, সন্তানরা অন্যদের প্রতি সহিংস হয়ে উঠছে এবং ২০ শতাংশের বেশি সেবাদানকারী বলেছেন, বাচ্চারা নিজেদের আলাদা করে রাখতে শুরু করেছে।

আট বছর বয়সী দালা; স্কুলের অন্য বাচ্চাদের মতো আর হাসে না, তার শূন্য দৃষ্টি। সে যেন এক দুঃসহ স্মৃতিতে আটকে আছে, যেখান থেকে বের হতে পারছে না। এক সপ্তাহ আগে রকেট হামলায় আহত দালা সেদিনের কথা মনে করে বলে, “আমি আর আমার বোন আপেল খাচ্ছিলাম, তখন রকেট এসে আমাদের আঘাত করে। ধুলা ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। ভয়ে আমি আমার ভাইবোনদের জন্য চিৎকার করছিলাম। মেঝেতে রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে যাই।”

দালার বাবা বলেন, “আমি অনেক দূরে পালিয়ে যেতে চাই, কিন্তু কতদূর পর্যন্ত যেতে পারব? কীভাবে আমি এদের রক্ষা করব? একমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারেন।”

বিদ্যালয়ের চত্বরে বোমার আঘাতের চিহ্ন

সেদিনের সেই রকেট হামলায় সাত শিশু মারা যায়! হয়তো দালার মুখেই ট্রমার ছাপ সবচেয়ে বেশি চোখে পড়ছে, তবে এখানকার সব শিশুই খুব ভালোভাবে জানে যুদ্ধ-মৃত্যু-ভয় কী বস্তু।

বোমারু বিমান এলে কী করতে হবে, প্রশ্ন করলেই সব বাচ্চারা একসাথে চিৎকার করে বলে ওঠে— ‘মাটিতে শুয়ে পড়ো’, ‘দৌড়ে বাঙ্কারে যাও’, ‘লুকিয়ে পড়ো’!

হুররাসের দলটি বাজনা বন্ধ করে ফিরে যেতে তৈরি হয়। শোনা গেছে কাছেই বোমারু বিমান চক্কর দিচ্ছে, ভিড় দেখলেই তারা টার্গেট করে। হোক না সে ভিড় ছোট্ট বাচ্চাদের।

বাচ্চারা স্কুলের মাঠ থেকে ফিরে যেতে থাকে আর তাদের কানে বাজতে থাকে যুদ্ধের দামামা!

সূত্র: সিএনএন

   

ইসরায়েলের দুটি ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লেবাননের ইরান-সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসরায়েলের দুটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলের ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসাবে তারা ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ইসরায়েলের ওই ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হয়।

জবাবে মঙ্গলবার, হিজবুল্লাহ একরির উত্তরে দুটি ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।

গ্রুপটি একটি বিবৃতিতে বলেছে, লেবাননে মঙ্গলবার ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত ওই যোদ্ধা নিহত হন। ওই যোদ্ধা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলের হামলার শিকার হন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হচ্ছে।

এএফপি’র এক সাংবাদিক জানান, সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল-আসওয়াদ এলাকায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটে।

সূত্রটি এএফপিকে জানায়, নিহত যোদ্ধা হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীর একজন প্রকৌশলী ছিলেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এএফপি’র এক সাংবাদিক জানান, ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবরে বলা হয়, হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরাইলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে এবং রবিবার সন্ধ্যায় তারা ইসরাইলের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৭৭ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই
হিজবুল্লাহ যোদ্ধা। তবে নিহতদের মধ্যে ৭০ জন বেসামরিক নাগরিকও রয়েছে।

এদিকে ইসরায়েল বলছে, তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন হামলায় ইসরায়েলের ১১ সেনা ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

;

সুগার বেড়েছে কেজরিওয়ালের, জেলেই দেওয়া হলো ইনসুলিন



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া হয়েছে তিহাড় জেলে। জেল কর্তৃপক্ষ সূত্রে এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৩ এপ্রিল) রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে সুগারের মাত্রা অতি উচ্চে পৌঁছে যায়। তার পরই তাকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত কয়েকদিন ধরেই কেজরিওয়ালকে ঘিরে সুগার-বিতর্ক শুরু হয়েছে। তার দল আম আদমি পার্টির (আপ) পক্ষ থেকে বার বার অভিযোগ করা হচ্ছিল যে, কেজরিওয়ালের রক্তে সুগারের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। একই অভিযোগ করতে শোনা গেছে কেজরিওয়ালকেও।

‘রক্তে সুগারের মাত্রা বেশি, ইনসুলিনের প্রয়োজন। জেলে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না’-এমন অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী।

আপ নেতার আবেদন ছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার পারিবারিক চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে দেওয়া হোক। সোমবার অবশ্য আদালত সেই আবেদন খারিজ করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লির এমস’কে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেন আদালত।

সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরেই জেলে কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রসঙ্গে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, ‘এটা থেকে পরিষ্কার যে, আমাদের মুখ্যমন্ত্রী একদম ঠিক ছিলেন। কিন্তু, তিহাড় জেল কর্তৃপক্ষ তাকে হুমকি দিচ্ছিল। বিজেপির লোকেরা এখন বলুন, যদি সত্যিই ইনসুলিনের প্রয়োজন না পড়ে, তবে এখন কেন দেওয়া হল?’

প্রসঙ্গত, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ইডি হেফাজতে থাকার পর আপাতত দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানা তিহাড় জেল।

;

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি, জার্মান রাজনীতিকের সহযোগী গ্রেপ্তার



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় পার্লামেন্টের এক কট্টর ডানপন্থী সাংসদের সহযোগীকে গ্রেফতার করেছে জার্মানির পুলিশ।

প্রসিকিউটররা মঙ্গলবার (২৩ এপ্রিল) ঘোষণা করেছেন যে, জিয়ান জি বেশ কয়েক বার চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের কাছে ইউরোপীয় সংসদের কার্যকারিতা সম্পর্কে তথ্য প্রেরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এই গ্রেপ্তার ইউরোপে সতর্কতা জাগিয়েছে যে, আগামী জুনে ইইউ নির্বাচনের আগে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। কারণ, এই গ্রেপ্তারের ঘটনার মাধ্যমে বেইজিংয়ে ক্ষোভ উস্কে দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি কোন রাজনীতিবিদের সহযোগী ছিলেন তা প্রকাশ করেনি জার্মান কর্তৃপক্ষ। তবে, মিডিয়া জানিয়েছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি ম্যাক্সিমিলিয়ান ক্রাহের সহযোগী ছিলেন।

ম্যাক্সিমিলিয়ান ক্রাহ হলেন আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের জন্য জার্মানির (এএফডি) দলের চরম ডানপন্থী অল্টারনেটিভ ফর এমইপি প্রধান প্রার্থী।

প্রসিকিউটররা জানিয়েছেন, সোমবার (২৩ এপ্রিল) গভীর রাতে জিয়ান জি’কে ড্রেসডেনে গ্রেপ্তার করা হয় এবং তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয়।

গত জানুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের আলোচনা ও সিদ্ধান্তের তথ্য পাচারের পাশাপাশি তিনি জার্মানিতে চীনা বিরোধী ব্যক্তিদের উপরও গুপ্তচরবৃত্তি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার এক বিবৃতিতে বলেছেন, ‘গুপ্তচরবৃত্তির অভিযোগ অত্যন্ত গুরুতর। যদি নিশ্চিত করা হয় যে, ইউরোপীয় পার্লামেন্টের অভ্যন্তরে চীনা গোয়েন্দাদের জন্য গুপ্তচরবৃত্তি করা হয়েছে, তবে এটি ইউরোপীয় গণতন্ত্রের উপর ভেতর থেকে আক্রমণ।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের সদস্যকে যিনি নিয়োগ দিয়েছেন, এই দায় তারও রয়েছে। মামলাটি অবশ্যই পরিষ্কার করা উচিত।’

এএফডি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘এই গ্রেপ্তারের ঘটনা খুব বিরক্তিকর।’

এএফডি মুখপাত্র মাইকেল ফালজগ্রাফ বলেছেন, ‘যেহেতু আমাদের কাছে মামলার আর কোনো তথ্য নেই, তাই আমাদের ফেডারেল প্রসিকিউটরদের দ্বারা আরও তদন্তের জন্য অপেক্ষা করতে হবে।’

এদিকে, এই গ্রেপ্তারের ঘটনাকে বেইজিংকে কলঙ্কিত করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার জন্য অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করার প্রচেষ্টা বলে সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের প্রচারের উদ্দেশ্য খুবই সুস্পষ্ট। এর উদ্দেশ্য চীনকে অপমান করা এবং দমন করা এবং চীন ও ইউরোপের মধ্যে সহযোগিতার পরিবেশ ধ্বংস করা।’

;

নতুন আঞ্চলিক জোট গঠনে বৈঠক



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তিউনিশিয়া নতুন আঞ্চলিক জোট গঠনে দেশটির রাজধানী তিউনিসে আলজেরিয়া ও লিবিয়ার সঙ্গে প্রথম পরামর্শ বৈঠক করেছে। তবে এতে মরক্কো কিংবা মৌরিতানিয়ার কোনও নেতা যোগ দেয়নি। প্রতি তিন মাস পর পর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আমার এক বিবৃতিতে বলেছেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নই এই জোটের লক্ষ্য।’

গত মাসে আলজেরিয়ায় জ্বালানি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন, লিবিয়ার প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান মোহাম্মদ আল মেনফি এবং তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এই পরামর্শ সভার বিষয়ে সিদ্ধান্ত নেন।

গত সপ্তাহে এই সভার বিষয়ে ঘোষণা দেয়ার পর আলজেরিয়ার আঞ্চলিক শত্রু মরক্কোর সংবাদ মাধ্যম একে দেশটির বিরুদ্ধে আলেজেরিয়ার ‘মাগরেব জোট’ গঠনের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট চলতি মাসের প্রথম দিকে এই জোট কারো নির্দেশে হচ্ছে না উল্লেখ করে মরক্কোর প্রসঙ্গ টেনে বলেছেন, ‘জোটে যোগদানের ক্ষেত্রে পশ্চিমের প্রতিবেশী দেশটির জন্যে দ্বার উন্মুক্ত রয়েছেন।’

উল্লেখ্য, পশ্চিম সাহারা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ ছাড়া ২০২১ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির কারণে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এদিকে সোমবারের (২২ ) বৈঠকে সাহেল ও সাহারা মরুভূমিতে বিদেশী হস্তক্ষেপের বিপদ নিয়েও আলোচনা করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

;