সুস্থদের মাস্ক পরার দরকার নেই: ডব্লিউএইচও

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত না হলে বা আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে না থাকলে ফেইস মাস্ক পরার দরকার নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (৩০ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সিনিয়র কর্মকর্তা ডা. মাইক রায়ান এ তথ্য জানান। সূত্র- সিএনএন

বিজ্ঞাপন

তিনি বলেন, 'একজন সুস্থ মানুষের মাস্ক পরার পেছনে কোনো নির্দিষ্ট সুবিধা আছে বলে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্টো সঠিকভাবে মাস্ক ব্যবহার না করার কারণে ভিন্ন ফলাফল পাওয়া গেছে'।

চিকিৎসাকর্মীদের উদ্দেশে রায়ান বলেন, মহামারী এই সময়ে বিশ্বব্যাপী চিকিৎসা সরঞ্জামের ব্যাপক এক সংকট দেখা দিয়েছে। যারা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তাদের মাস্ক না থাকা বা এর সঠিক ব্যবহার না করা অত্যন্ত ভয়াবহ।

বিজ্ঞাপন

এসময় সংস্থাটির সংক্রামক রোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মারিয়া ভ্যান কারকোভ বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ আছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে মাস্ক পরতে বলতে বলব না। তবে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত কোনো ব্যক্তিকে সুস্থ করায় কাজ করে যাচ্ছেন তাদের জন্য সঠিকভাবে এবং স্বাস্থ্যসম্মত মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলেও জানান তিনি।