দক্ষিণ কোরিয়ায় সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত স্থগিত করল কিম
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।
সম্প্রতি উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন। দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি এবং সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ং বিরোধী প্রচারণা বন্ধে ব্যর্থতার জন্য সিউলের সমালোচনা করে তিনি এই হুঁশিয়ারি দেন ।
উত্তরের পক্ষ থেকে আন্তঃকোরিয়ান সীমান্তের অবনমিত অঞ্চলে (ডিএমজেড) সেনা পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল। তবে নেতা কিম জং-উনের সভাপতিত্বে এক বৈঠকে সামরিক পদক্ষেপ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সামরিক কমিশন বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে উত্তেজনার মধ্যেই সীমান্তবর্তী শহর ক্যাসংয়ে অবস্থিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ লিয়াজোঁ অফিস উড়িয়ে দেয় উত্তর কোরিয়া।
উল্লেখ্য, সিওলের সঙ্গে যৌথ উদ্যোগে এই লিয়াজোঁ অফিসটি বানিয়েছিল পিয়ংইয়ং। দু'দেশের মধ্যে নানা বিষয়ে আলোচনার জন্য সীমান্তে এই লিয়াজোঁ অফিসটি তৈরি করা হয়েছিল।