নাইট উপাধি পেলেন ক্যাপ্টেন টম

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১০০ বছর বয়সী ক্যাপ্টেন টম মুরকে নাইট উপাধি দিয়েছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। নভেল করোনাভাইরাস মহামারিতে স্বাস্থ্যকর্মীদের জন্য তার ৪০ মিলিয়ন ডলার অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে সম্মান জানাতে শুক্রবার (১৭ জুলাই) এই সম্মানজনক উপাধি দেওয়া হয়।

গত এপ্রিলে নিজের শততম জন্মদিন উপলক্ষে ওয়াকিং ফ্রেমের সাহায্যে বাগানে ১০০ পাক দিয়ে মোট আড়াই কিলোমিটার হেঁটে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ী এই প্রবীণ। উইন্ডসর প্রাসাদে নিজের নাইটিং তলোয়ার দিয়ে রাণী তাকে এই উপাধিতে ভূষিত করেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের এই প্রতিকূলতার মাঝে ব্রিটিশদের ধৈর্যের প্রতীক হয়ে উঠেছেন ক্যাপ্টেন টম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মিত্রশক্তির হয়ে ভারত, বার্মা (বর্তমান মিয়ানমার) এবং সুমাত্রায় যুদ্ধ করেন। এবছর শুরুর দিকে তিনি কৌতুক করে বলেছিলেন নাইট উপাধি পাওয়া বেশ মজার বিষয় হবে কারণ তখন তিনিও টিউডরের শাসক স্যার টমাস মুরের মত স্যার টমাস মুর হয়ে যাবেন।

 
বিজ্ঞাপন