সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ৪৬তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের ৪৬তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে পূর্বাচলস্থ সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নিজস্ব অফিসে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ব্যাংকিং কার্যক্রমের সবক্ষেত্রে যথাযথভাবে শরিয়া পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অধিবেশনে ২০২৩-২০২৭ মেয়াদের জন্য সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটি এবং ফিকহ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ অধিবেশন পরিচালনা করেন।
সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লাসহ বোর্ডের সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন।
অধিবেশনে বোর্ডের ২৯টি সদস্য প্রতিষ্ঠান (ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি., এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি., সোশ্যাল ইসলামী ব্যাংক লি., শাহ্জালাল ইসলামী ব্যাংক লি., ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি., ইউনিয়ন ব্যাংক লি., স্ট্যান্ডার্ড ব্যাংক লি., আইসিবি ইসলামিক ব্যাংক লি., গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, এবি ব্যাংক লি., ঢাকা ব্যাংক লি., যমুনা ব্যাংক লি., প্রাইম ব্যাংক লি., সাউথইস্ট ব্যাংক লি., দি সিটি ব্যাংক লি., দি প্রিমিয়ার ব্যাংক লি., স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, এনসিসি ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি., ব্যাংক এশিয়া লি., পূবালী ব্যাংক লি., ট্রাস্ট ব্যাংক লি., মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি., সোনালী ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক লি., মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব, ইসলামিক ব্যাংকস্ কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর প্রতিনিধি এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।