কলকাতায় গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের শাখা উদ্বোধন
আন্তর্জাতিক শিক্ষা মিশন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এবার দেশের বাইরে ভারতের কলকাতায় নতুন শাখার উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের নতুন এই শাখার উদ্বোধন কলকাতার হাওড়ায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান।
এ সময় তিনি বলেন, ‘বিশ্বায়নের এই যুগ এখন ইসলাম প্রসারের ঊর্বর সময়। ইসলামের আলো ছড়িয়ে দিতে প্রয়োজন আধুনিক শিক্ষার সমন্বিত ইসলামি শিক্ষা ব্যবস্থা। এজন্য, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট বিশ্বময় ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে যোগ্য ও দক্ষ করে তুলতে চায় শিক্ষার্থীদের। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একজন শিক্ষার্থী বিশ্বময় ছড়িয়ে যাবে ইসলামের আলো বিলাতে।’
গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট কলকাতা শাখার প্রিন্সিপাল সেখ জাকির রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার হাওড়ায় অবস্থিত উলুবেড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত আলী খান, ইমাম-মোয়াজ্জিন পরিষদ হাওড়া কলকাতার সভাপতি মাওলানা আয়ুব আলী ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ এহিয়া প্রমুখ।