হজ পালনে এসে বিখ্যাতদের আবেগঘন অভিব্যক্তি

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হজ পালনে এসে বিখ্যাতদের আবেগঘন অভিব্যক্তি, ছবি: সংগৃহীত

হজ পালনে এসে বিখ্যাতদের আবেগঘন অভিব্যক্তি, ছবি: সংগৃহীত

প্রতিবছর সারা বিশ্বের মুসলমানরা হজের আগে পবিত্র শহর মক্কা-মদিনায় সমবেত হন। হজ একটি আধ্যাত্মিক যাত্রা। বিশ্বের প্রায় ২০ লাখ মানুষ মক্কার মিনা-আরাফাত ও মুজদালিফায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করছেন।

বিশ্বের অনেক সুপরিচিত ব্যক্তিত্ব তাদের ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে হজের বরকতময় সফরে এসেছেন। চলতি বছর হজপালন করা সুপরিচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন ইসলাম মেখাশেভ, নিউজিল্যান্ডের হেভিওয়েট বক্সার সনি বিল উইলিয়ামস, ভারতীয় ইসলাম প্রচারক ড. জাকির আবদুল করিম নায়েক, পাকিস্তানি টেলিভিশন উপস্থাপক নিদা ইয়াসির এবং পাকিস্তানি অভিনেত্রী রীমা খান।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ার এক্স অ্যাকাউন্টে সানিয়া মির্জা তার পোস্টে লিখেছেন, ‘আমি হজের সফরে যাওয়ার সুযোগ পেয়েছি। জীবন পরিবর্তনকারী যাত্রার শুরুতে বিনীতভাবে সবার কাছে ক্ষমা চাইছি।’

টেনিস তারকা আরও লিখেছেন, ‘আমি খুব ভাগ্যবান এবং প্রার্থনা করি যে, আল্লাহতায়ালা আমার প্রার্থনা কবুল করুন এবং আমাকে সঠিকপথে পরিচালিত করুন। আশা করি, এই সফর থেকে ফিরলে আমার অন্তরে নম্রতা বজায় থাকবে এবং ঈমান আরও মজবুত হবে।’

বিজ্ঞাপন

সানিয়া মির্জার সঙ্গে তার বোন আনামও হজে আছেন, আনামের স্বামী মোহাম্মদ আসাদউদ্দিন। সে কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে।

ইনস্টাগ্রামে আনাম লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা হজের শুরুতে আমি কিছু কথা শেয়ার করতে চাই। হজযাত্রা শুধু একটি শারীরিক নয়, এটি একটি বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা যার জন্য আমি হৃদয় ও মন উভয়কেই প্রস্তুত করেছি।’

ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন ইসলাম মেখাশেভ জানিয়েছেন, তিনি এবং তার পরিবার এ বছর হজ করতে মক্কায় রওয়ানা হয়েছেন। ইসলামিক রিলিফ ইংল্যান্ডের হাসিব নূর তার এক্স অ্যাকাউন্টে ইসলাম মেখাশেভের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।

নিউজিল্যান্ডের হেভিওয়েট বক্সার সনি বিল উইলিয়ামস তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন, ‘যেখানে তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ! আমাকে হজ করার আমন্ত্রণ জানানো হয়েছে।’

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির নায়েক এক্স-এ পোস্ট করা এক বার্তায় হজের আয়োজনের প্রশংসা করেছেন।

জাকির নায়েক বলেছেন, ‘সৌদি আরবের হজমন্ত্রী তৌফিক আল-রাবিয়া তাকে পরিবারসহ হজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় তিনি হজ ব্যবস্থাপনায় সৌদি কর্তৃপক্ষের ব্যাপক প্রশংসা করেন।’

পাকিস্তানি টেলিভিশন উপস্থাপক নিদা ইয়াসির সৌদি আরব যাওয়ার সময় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি আপনাকে আমার দোয়ায় মনে রাখব, আমি হজে যাচ্ছি, ভুল-ত্রুটির জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

হজের আগেই মদিনায় পৌঁছেছেন পাকিস্তানের অভিনেত্রী রীমা খান। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! শুক্রবার সকালে আমি মদিনায় পৌঁছেছি।’ ছবিতে তাকে আবায়া পরিহিত দেখা গেছে।