‘নতুন খতিব নয়, দায়িত্ব দেওয়া হয়েছে নামাজের’

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নতুন খতিব, কিংবা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ দেওয়া হয়নি। একজনকে শুধু নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এর বেশি কিছু নয়। বিভিন্ন সংবাদপত্রে এ বিষয়ে ভুল খবর প্রচার হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বার্তা২৪.কমের সঙ্গে আলাপকালে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এর বেশি কিছু নয়। কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্য না নিয়েই আমাকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে। যা কাম্য নয়।

ধর্ম সচিব বলেন, গত ১৪ আগস্ট এক অফিস আদেশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে জুমার নামাজে ইমাম হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাফেজ মুফতি ড. ওয়ালীয়ুর রহমান খানকে। তার অবর্তমানে নামাজ পড়াবেন হাফেজ মাওলা মুফতি আবদুল্লাহ।

বিজ্ঞাপন

জানা গেছে, হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বিগত দুই জুমায় নামাজ পড়িয়েছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস (৫ম গ্রেড) পদে ১৮ বছর ধরে কর্মরত। কিন্তু বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিভিন্ন নিউজ পোর্টালে খবর প্রচার হতে থাকে, নতুন খতিবের দায়িত্ব পেয়েছেন তিনি।