ঐক্যবদ্ধভাবে গওহরডাঙ্গা বোর্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

দেশের প্রাচীনতম কওমি শিক্ষা বোর্ড গওহরডাঙ্গাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দক্ষিণাঞ্চলের আলেমসমাজ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) গওহরডাঙ্গা মাদরাসায় বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশর ১৪৪৫ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ১৩ শতাধিক মাদরাসার মুহতামিম, শিক্ষক, মাদরাসা প্রতিনিধি, পুরস্কার প্রাপ্তশিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে মোট আট ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ১. হাইআতুল উলয়ার পরীক্ষায় মেধাতালিকা ও মুমতাজপ্রাপ্ত, ২, ৩ গওহরডাঙ্গা বোর্ডের মেধাতালিকা ও মুমতাজপ্রাপ্ত শিক্ষার্থী, ৪. মারহালাভিত্তিক মেধাতালিকায় শীর্ষ পাঁচ মাদরাসা, ৫. মারহালাভিত্তিক মুমতাজ সংখ্যায় শীর্ষ পাঁচ মাদরাসা, ৬. পরীক্ষার্থীর হার ও পাসের হারে শীর্ষ পাঁচ মাদরাসা, ৭. শতভাগ পাসকারী মাদরাসা, ৮ মারহালাভিত্তিক শতভাগ মুমতাজপ্রাপ্ত মাদরাসা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা নুরুল হক, মুফতি নুরুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, মাওলানা অজিহুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাখাওয়াত হোসেন, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা সাফায়াত হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আশেকুর রহমান ও মাওলানা আব্দুল কাইয়ূম।