পরিচয় মিলেছে চরফ্যাশনে দগ্ধ সেই জোড়া দেহাবশেষের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

পরিচয় মিলেছে চরফ্যাশনে দগ্ধ সেই জোড়া দেহাবশেষের

পরিচয় মিলেছে চরফ্যাশনে দগ্ধ সেই জোড়া দেহাবশেষের

ভোলার চরফ্যাশনে ১৪ দিন পর মাথাবিহীন দগ্ধ জোড়া দেহাবশেষের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন দুলাল দাস ও অমিত দাস। দু'জন সম্পর্কে আপন ভাই।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জোড়াখুনের মূল হোতা সিরাজুল ইসলামকে আটকের পর তার দেয়া তথ্যানুযায়ী বিকালে আসলামপুর ইউনিয়নের জনৈক মহিবুল্লাহ’র বাড়ির সেফটিক ট্যাংকের ভিতর থেকে জোড়া খুনের মাথা দুটি উদ্ধার করা হয়েছে। নিহত দু'জনের পরিচয় পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা প্রবদ সাহা বলেন, দেহাবশেষের সাথে থাকা সাইড ব্যাগে ব্যবহৃত পুড়ে যাওয়া মালামাল ও আটককৃত সিরাজের বর্ণনানুযায়ী প্রাথমিকভাবে দুলাল দাস ও অমিত দাসের পরিচয় নিশ্চিত করা হয়েছে। জমি বিক্রির টাকার লেনদেন নিয়ে তাদের খুন করা হয়েছে। তাদের বাড়ি আসলামপুর ইউনিয়নে।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল ইসলামসহ ৭ জনকে আটক করা হয়েছে। মাথা দুইটি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন