১০ দিনের রিমান্ড শেষে আ স ম ফিরোজ কারাগারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুইদফায় ১০ দিনের রিমান্ড শেষে সাবেক হুইপ আ স ম ফিরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ সেপ্টপম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে মেহেরা মাহবুব কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

বিজ্ঞাপন

রাজধানী ভাটারা থানার সোহাগ মিয়া হত্যা মামলায় ২৪ আগস্ট ৭ দিন ও ৩১ আগস্ট ৩ দিন মোট ১০ দিন রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মাসুদুর রহমান।

রিমান্ড ফেরত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, আসামি আ স ম ফিরোজকে রিমান্ডে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তদন্তে সহায়ক যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মামলাটি অতি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলা বিধায় তদন্তের স্বার্থে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাই উল্লিখিত আসামিকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন।

ফিরোজের পক্ষে তার আইনজীবী কামাল হোসন বিশ্বাস জামিন আবেদন এবং চিকিৎসার আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় গত ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।