ফল ব্যবসায়ী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে আ.লীগ নেতা পান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলার আসামি সাবেক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুন্নবী পান্নাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) শ্রী বিজন কুমার। আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে এ রায় দেন।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম (পুলিশ ফাইল) আদালতের বিচারক মোঃ সোয়েবুর রহমান এ রায় দেন।

রিমান্ড শেষে পরবর্তী ৬ অক্টোবর তার হাজিরার দিন ধার্য করা হয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে আজ ভোরের দিকে তাকে রংপুর নগরীর খামারপাড়ায় অভিযান চালিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন ফল বিক্রেতা মেরাজুল ইসলাম। এই হত্যার ঘটনায় নিহতের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে মামলা করেন রংপুর চীফ জুডিশিয়াল আমলি আদালতে। এই হত্যা মামলায় আসামি করা হয় নবী উল্লাহ পান্নাকে।

এর আগে মেরাজুল ইসলাম হত্যা মামলার আসামি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মহানগরের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।