লঞ্চ টার্মিনালে বাড়তি আরোপিত ফি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

লঞ্চ টার্মিনাল, ছবি: সংগৃৃহীত

লঞ্চ টার্মিনাল, ছবি: সংগৃৃহীত

লঞ্চ টার্মিনালে কোন কর্তৃত্ববলে বাড়তি প্রবেশ ফি আরোপ করা হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রবেশ ফি বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।

রোববার (৩ নভেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. আবু তালেব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আব্দুল্লাহ আল মাহমুদ বাশার রুলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক অফিস আদেশে লঞ্চ টার্মিনালে প্রবেশ ফি বৃদ্ধি করে। যা গত ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।