দিয়া-করিমের মৃত্যু: আসামিরা এজলাসে, রায় পড়া শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত দুই শিক্ষার্থী দিয়া ও করিম, ছবি: সংগৃহীত

নিহত দুই শিক্ষার্থী দিয়া ও করিম, ছবি: সংগৃহীত

বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া ও করিম নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামিদের এজলাসে আনা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ৩টায় মহানগর দায়রা জজ আদালতের এজলাসে চার আসামিকে আনা হয়।

বিজ্ঞাপন

এই মামলার ছয় আসামিরা হলেন, জাবালে নূর পরিবহনের দুটি বাসের মালিক শাহাদাত হোসেন ও জাহাঙ্গীর আলম, দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং দুই চালকের দুই সহকারী এনায়েত হোসেন ও কাজী আসাদ। এদের মধ্যে আসাদ পলাতক। আর বাসমালিক সাহাদাত জামিনে আছেন।

আসামিদের মধ্যে শাহদাত হোসেন, মাসুম বিল্লাহ ও জোবায়ের সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক গ্রহণ শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায়ের জন্য রোববার দিন ধার্য করেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার এক বছর চার মাস পর রায় ঘোষিত হচ্ছে। রায় ঘোষণার আগে ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।