শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত ১ এর বিচারক উৎপল ভট্টাচার্য এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে কত নেন, পুত্রবধূর নামে কত নেন, সে হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব।’ বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শাহজাহান খানের এমন মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার দাবি করে, তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন ইলিয়াস কাঞ্চন। তবে শাজাহান খান এ মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা ও প্রত্যাহার করেননি। তাই তার বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ করতে মামলা দায়ের করেছেন ইলিয়াস কাঞ্চন।