ত্বকের উজ্জ্বলতায় ভিটামিন সি সিরাম

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ত্বক টানটান সতেজ রাখতেও জুড়ি নেই ভিটামিন সি-র। ছবি: সংগৃহীত

ত্বক টানটান সতেজ রাখতেও জুড়ি নেই ভিটামিন সি-র। ছবি: সংগৃহীত

মোমের মতো পালিশ করা, দাগহীন ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন সি-এর মধ্যে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে কোলাজেন। কিন্তু বয়েসের সঙ্গে কোলাজেন উৎপাদন কমে যায়। কোলাজেনের বৃদ্ধি ঘটিয়ে ত্বক টানটান সতেজ রাখতেও জুড়ি নেই ভিটামিন সি-র। ঝলমলে মসৃণ ত্বক আর সেই সঙ্গে মনকাড়া চনমনে সুগন্ধ, সব মিলিয়ে ভিটামিন সি মানেই একঝলক খুশির বাতাস।

যেভাবে ব্যবহার করবেন

বিজ্ঞাপন

রাতে ঘুমোতে যাওয়ার আগে সারা মুখে ফোঁটা ফোঁটা করে ভিটামিন সি সিরাম লাগিয়ে আঙুল দিয়ে ট্যাপ করে করে মুখের সঙ্গে মিশিয়ে দিন। সকালে উঠে মুখ ধুয়ে এসপিএফ মেখে নেবেন। ভিটামিন সি দিনে ত্বকে লাগালে সূর্যের আলোয় আরও স্পর্শকাতর হয়ে যায়। ফলে ভিটামিন সি দিনের বেলা না মাখাই ভালো।

খেয়াল রাখবেন

বিজ্ঞাপন

প্রথমে হালকা জ্বালাভাব হতে পারে। তাই শুরুতে রোজ না লাগিয়ে একদিন অন্তর সিরামটা লাগান। যাতে ত্বক মানিয়ে নেওয়ার সময় পায়। কিন্তু দু’সপ্তাহ পরও যদি এই জ্বালা ভাবটা না কমে, তা হলে আর লাগাবেন না।