উজ্জ্বল ত্বকের জন্য কফির স্ক্রাব

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কফি স্ক্রাব ত্বকের মৃত কোষগুলো সরিয়ে দেয়। ছবি: সংগৃহীত

কফি স্ক্রাব ত্বকের মৃত কোষগুলো সরিয়ে দেয়। ছবি: সংগৃহীত

ত্বককে উজ্জ্বল রাখার অন্যতম প্রাচীন ও সহজ উপায় হলো এক্সফোলিয়েশন। ত্বকের যত্নের প্রক্রিয়াটিকে সহজ করার জন্য বাজারে প্রচুর এক্সফোলিয়েটর পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো বিভিন্ন কেমিক্যাল সমৃদ্ধ হয়।

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গীতিকা মিত্তাল গুপ্ত সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে কফি দিয়ে প্রাকৃতিকভাবে এক্সফোলিয়েশন তৈরি করার উপায় শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কফি শুধু পান করার জন্য নয়। এটি ত্বকের উজ্জ্বলতায় এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।’

কফির এক্সফোলিয়েটর

বিজ্ঞাপন

কফির বডি স্ক্রাবটি তৈরি করতে ২ টেবিল চামচ কফি পাউডারের সাথে ১ টেবিল চামচ নারকেল তেল ও এক চতুর্থাংশ কাপ দই নিন। সমস্ত উপাদান একসাথে মিশিয়ে নেয়ার পর পরিষ্কার ত্বকে লাগান।

এটি ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্রাবটি সপ্তাহে দু-একবার ব্যবহার করুন।

প্রতি ২৭ দিন পরপর ত্বকের ওপরের মৃত কোষ উঠে গিয়ে সেখানে জন্ম নেয় নতুন কোষ। কিন্তু এই মৃত কোষ ত্বকের সঙ্গেই আলগাভাবে লেগে থাকে। ফলে ত্বক বিবর্ণ ও নিষ্প্রাণ দেখায়।

কফি স্ক্রাব ত্বকের মৃত কোষগুলো সরিয়ে দেয়। এটি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পুষ্টি যোগায় ও ময়েশ্চারাইজড করে।