কেউ কল রেকর্ড করছে কি-না জানবেন যেভাবে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

না জানিয়ে মোবাইলে কল রেকর্ডিংয়ের দিন ফুরাচ্ছে। ছবি: সংগৃহীত

না জানিয়ে মোবাইলে কল রেকর্ডিংয়ের দিন ফুরাচ্ছে। ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া ফোন আলাপ রেকর্ড করা এবং তা ছড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। তাছাড়া অনেকের ফোনে অটো কল রেকর্ড হয়। এই বিষয়গুলোর কারণে অনেকেই নিশ্চিত হতে পারেন না, ফোনের অপর পাশের ব্যক্তিটি কথাগুলো রেকর্ড করছেন কি-না।

এবার ফোনের অন্য প্রান্তের ব্যক্তিটিকে না জানিয়ে মোবাইলে কল রেকর্ডিংয়ের দিন ফুরাচ্ছে। অ্যানড্রয়েড ফোনে যথেচ্ছা কল রেকর্ডিংয়ে বিধি-নিষেধ চাপিয়েছে গুগল। খবর ইন্ডিয়ান টাইমস

বিজ্ঞাপন

জানা গেছে, নতুন স্মার্ট ফোনে কল রেকর্ডিংয়ে বসালেই একটি যান্ত্রিক স্বরে ফোনের ওপারে থাকা ব্যক্তির কাছে বার্তা যাবে, ‘আপনার এই কলটি রেকর্ড করা হচ্ছে। আবার রেকর্ডিং বন্ধ করা হলে সেই বার্তাও দু’জনে পাবেন। কনফারেন্স কলের ক্ষেত্রেও তাই হবে।

গুগল কল রেকর্ড অ্যালার্ট যেমন হবে—

বিজ্ঞাপন

১. ফোনে আগের মতো এক তরফা কল রেকর্ড করা যাবে না।

২. গুগল ডায়ালার প্রিইনস্টল অ্যাপ থেকেই ফোন করতে হবে।

৩. ফোনটিকে রেকর্ডিংয়ে দিলে একটি যান্ত্রিক ভয়েসে দু’পক্ষকেই শোনাবে এই কলটি রেকর্ড হচ্ছে।

৪. এটিকে কোনো ভাবেই এড়ানো যাবে না।

৫. তবে থার্ডপার্টি অ্যাপ দিয়ে কল রেকর্ডিং করা সম্ভব।