ঘরের দেয়ালে নোনা ধরলে যা করণীয়

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘরের দেয়ালে ড্যাম্পিং সমস্যা। ছবি: সংগৃহীত

ঘরের দেয়ালে ড্যাম্পিং সমস্যা। ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুমে ঘরের দেয়ালে নোনা ধরে। বৃষ্টি শেষ হয়ে কড়া রোদ হলেই দেয়ালের পলেস্তার ফুলে ওঠে। এরপর ধীরে ধীরে ঝরে পড়ে। এমন সমস্যায় কমবেশি সবাইকে ভুগতে হয়।

তাই নিয়মিত বাড়িঘরের যত্ন নেওয়ার সময় এটাও খেয়াল রাখতে হবে, যাতে ড্যাম্প না ধরে। কয়েকটি বিষয়ে একটু খেয়াল রাখলে ড্যাম্প ধরার মতো সমস্যা থেকে অচিরেই মুক্তি পাওয়া সম্ভব।

বিজ্ঞাপন

ড্যাম্প রোধে যা করবেন

১. ঘরের দেয়ালের কোথাও ড্যাম্প ধরলে, সেখানে কেন ড্যাম্প ধরছে সেটা দেখুন। বেসিন বা বাথরুমের পানি নিষ্কাশনে কোনও সমস্যা থাকলে এর পার্শ্ববর্তী দেওয়ালে ড্যাম্প হতে পারে। কোনও জায়গা থেকে অনবরত পানি চুঁইয়ে পড়ে দেওয়াল ভিজে যাচ্ছে কি না, সেটাও খেয়াল রাখুন।

বিজ্ঞাপন

barta24

২. ঘরের ভেন্টিলেশন ঠিক মতো হওয়া দরকার। না হলে তা থেকেও পানি চুঁইয়ে পড়ে দেওয়ালে ড্যাম্প ধরতে পারে। বর্ষার মৌসুম শুরু হওয়ার আগেই এই বিষয়টি ঠিক করে নিন।

৩. অনেক ক্ষেত্রেই দেখা যায় বাড়ির ছাদে ফাটল ধরেছে, সেখান থেকে পানি চুঁইয়ে পড়ছে। এর ফলেও ড্যাম্প ধরতে পারে। এ রকম হলে ফাটলটি মেরামত করে নিন।

৪. অনেক সময়ই বেশ কিছু আসবাব আমরা দেয়ালে লাগিয়ে রাখি। দীর্ঘদিন একই জায়গায় দেয়ালে আসবাব লাগানো থাকলেও ড্যাম্প ধরতে পারে। তাই আসবাবটি যদি ছোটখাটো হয়, তাহলে মাঝেমাঝে জায়গা পরিবর্তন করতে পারেন।

barta24

৫. নিয়মিত ঘরে আলো-বাতাস আসতে দিন। কারণ ঘর বন্ধ থাকলেই আর্দ্রতা জমে ড্যাম্প ধরার প্রবণতা বাড়ে।

৬. ঘরের দেওয়ালে যেখানে ড্যাম্প ধরেছে, সেখানে ‘মোল্ড রেজিস্ট কালার’ বা জিপসাম প্লাস্টার ব্যবহার করতে পারেন। তাহলে দেওয়ালটি অনেক দিন ভাল থাকবে।

৭. ড্যাম্প ধরা দেওয়ালে সাদা শ্যাওলা হলে নিয়মিত ভিনিগার স্প্রে করুন আর শুকনো কাপড় দিয়ে মুছে নিন।