টুথপেস্টের যত ব্যবহার

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দাঁতের যত্নে আমরা টুথপেস্ট ব্যবহার করি প্রতিদিনই। কিন্তু জানেন কী এর কত গুণ! টুথপেস্ট শুধু যে দাঁতের যত্নেই ব্যবহার করা হয় তা নয়। এর রয়েছে আরও নানাবিধ ব্যবহার। কাপড় ও দেয়ালের দাগ দূর করা, আসবাবপত্র ও গহনার যত্নসহ নানা প্রয়োজনে টুথপেস্টের জুড়ি নেই।

তাহলে জেনে নিন টুথপেস্টের বিভিন্ন ব্যবহার-

বিজ্ঞাপন

১. চামড়ার জুতায় স্ক্র্যাচ পড়লে সামান্য টুথপেস্ট লাগিয়ে পুরানো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। চলে যাবে দাগ।

২. বেসিন পরিষ্কার করতে গেলেও কাজে লাগতে পারে এটি। সামান্য একটু টুথপেস্ট বেসিনে ফেলে স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষুন। বেসিনের নোংরা দাগ পরিষ্কার হয়ে যাবে।

বিজ্ঞাপন

৩. রান্না করার পরও হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ যাচ্ছে না? হাতে একটু দাঁতের মাজন আর কয়েক ফোঁটা লেবুর রস মাখুন। ১ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন হাতের গন্ধ উধাও!

৪. দাঁত মাজার সময় নখে একটু পেস্ট নিয়ে ঘষা-মাজা করুন। এতে নখগুলো আগের চেয়ে অনেক বেশি চকচক করবে এবং এর স্বাস্থ্যও ভালো থাকবে।

৫. পানি বা পানীয়ের দাগ থেকে শুরু করে যেকোনো দাগ আসবাবের সৌন্দর্য নষ্ট করে। এসব স্থানে টুথপেস্ট লাগিয়ে শুকনো কিছু দিয়ে ঘষুন। এরপর শুকালে মুছে ফেলুন। দাগ উঠে যাবে।