শরীরে রোগ বাসা বাঁধার আগেই প্রতিরোধ করে ‘আতা’

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অতি সুপরিচিত ফল আতা। পুষ্টিগুণে ভরপুর আতা শুধু মিষ্টতার জন্যই নয়, স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। আতা শরীরের রোগ সৃষ্টিকারী জীবাণুও ধংস করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যর সমস্যায়, ক্ষুধামন্দা, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ভালো রাখতে আতা দূর্দান্ত কার্যকরী।

বিশেষজ্ঞদের মতে, আতা ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ ফল হওয়ায় এটি চোখের কর্নিয়া ও রেটিনাকে সুরক্ষিত রাখে। এই ফল দুই ধরনের হয়ে থাকে। লালচে ও সবুজ। লালচে আতায় ক্যালরি ও আয়রন বেশি থাকে।

বিজ্ঞাপন

আতার উপকারিতা-

barta24
আতা নিয়মিত খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। ছবি: সংগৃহীত

১. আতায় প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। আতা নিয়মিত খেলে রোগ প্রতিরোধ শক্তি অনেকটাই বাড়ে।

বিজ্ঞাপন

২. কোষ্ঠকাঠিন্যের সমস্যায় নিয়মিত আতা খেলে সেই সমস্যা কমতে পারে। বিশেষ করে ভারী খাবার খাওয়ার পরে আতা খেলে ধীরে ধীরে এই সমস্যা কমতে থাকে।

barta24
আতার মধ্যে থাকা ভিটামিন বি৬ শ্বাসনালির প্রদাহ কমায়। ছবি: সংগৃহীত

৩. পরিসংখ্যান অনুযায়ী, আতার মধ্যে থাকা ভিটামিন বি৬ শ্বাসনালির প্রদাহ কমায়। তাই যারা নিয়মিত আতা খান, তাদের শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই কমে।

৪. আতা খেলে হৃদ্‌রোগের ঝুঁকিও কমে এবং রক্তপ্রবাহ ঠিক রাখতে সাহায্য করে। আতা খাবারকে এনার্জিতে রূপান্তরিত করে। ফলে হাড়ের গঠন মজবুত হয়।

৫. আয়রনে পরিপূর্ণ এই ফলটি খেলে লোহিত রক্তকণিকা বাড়ে। এছাড়াও ডায়াবেটিস প্রতিরোধেও বড় ভূমিকা রয়েছে আতার।