বসন্তে ত্বকের যত্ন

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শীত শেষ করে প্রকৃতিতে বিরাজ করছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বসন্তে ত্বকেও দেখা যায় পরিবর্তন। ঠান্ডা-গরমের এ সময় ত্বকের বিশেষ পরিচর্যা প্রয়োজন। তাই এ সময় একটু সচেতন থাকতে হবে। এ সময় ত্বকের চাই বাড়তি যত্ন-

এ সময় বাড়তি যত্ন হিসেবে

বিজ্ঞাপন

১. বাইরে থেকে এসে ভালোভাবে প্রচুর পানি অথবা ক্লিনজিং লোশন দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।

২. ত্বককে যতটা সম্ভব ধুলাবালি থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে।

বিজ্ঞাপন

৩. বাইরে গেলে সরাসরি যেন ত্বকে রোদ না লাগে, সেজন্য ছাতা ব্যবহার করা যেতে পারে।

৪. মুখে, ঘাড়ে, হাতে সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে।

৫. সপ্তাহে ২ থেকে ৩ বার ঘরে তৈরি প্যাক ব্যবহার করতে হবে।

৬. প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

৭. নিয়মিত গোসল ও ত্বক পরিষ্কার রাখতে হবে।

সচেতন থাকলে এবং নিয়মিত যত্ন নিলেই ত্বকের সজীবতা বজায় থাকবে। নিয়ম মেনে চললেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সহজেই আপনার ত্বক খাপ খাইয়ে নিতে পারবে।