যশোরে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যশোরের ঝিকরগাছা উপজেলায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলার বেনেয়ালি গ্রামের গির্জার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজপাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বেনাপোল থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন মুশফিক মাহবুব প্রিয় ও কাব্য দাস। বেলা ৩টার দিকে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন