পটুয়াখালীতে অবৈধ জাল উদ্ধারে বিশেষ অভিযান
দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় পটুয়াখালী মৎস্য বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বিভিন্ন খালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন খাল থেকে অন্তত ৩০টি অবৈধ জাল উদ্ধার করা হয়। এরপর বৌ বাজার এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ অভিযান পরিচালনাকালে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পটুয়াখালী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন জানান, খাল এবং নদীতে অবৈধ জাল ব্যবহারের ফলে দেশি মাছ বিলুপ্তির পথে। তাই অভিযান চালিয়ে অবৈধ জাল ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে জেলেদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।