বাসচাপায় গরু ব্যবসায়ী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী।

ছবি প্রতীকী।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর ব্রিজ এলাকায় বাসচাপায় আরমান হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত আরমান উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব-ভাকুম এলাকার মৃত সফিজুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বার্তা২৪.কমকে জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে সিংগাইর উপজেলার দিকে আসার সময় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসচাপায় গুরুতরভাবে আহত হন আরমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন