সোনাইমুড়ীতে দুই বিদ্যালয়কে অর্থদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে সরকারি আইন ভঙ্গ করায় ২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে ৭০ হাজার অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রতিষ্ঠান দু’টি তাদের একাডেমিক কার্যক্রম খোলা রাখা ও আবাসিক কার্যক্রম পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল এ দণ্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠান গুলো হলো, সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজকে ২০ হাজার টাকা ও কামরুজ্জামান স্কুল এন্ড কলেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, বর্তমানে করোনাভাইরাসের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেছে। তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের একাডেমিক কার্যক্রমগুলো দেখতে পাই। অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়।

বিজ্ঞাপন