নারায়ণগঞ্জে লোকাল ট্রেন লাইনচ্যুত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি।

ফাইল ছবি।

নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেন-২১৫ এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ-চাষাড়ার মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে বার্তা২৪.কমকে জানিয়েছে ঢাকার রেল কন্ট্রোল।

বিজ্ঞাপন

এদিকে রেল কন্ট্রোল থেকে আরও জানা গেছে, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন বেলা ১১টা ২০ মিনিটের দিকে রওনা হয়েছে। তবে ট্রেনটি উদ্ধার না হওয়া পর্যন্ত শুধুমাত্র ঢাকা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত ট্রেন যাবে। আবার ফতুল্লা থেকে ঢাকা আসবে।