বরগুনায় মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরগুনার তালতলীতে গলায় ফাঁস দিয়ে সায়লা শারমিন বৃষ্টি (২২) নামের এক মেডিকেল কলেজের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসপাতাল সড়কে খালেক মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। উপজেলার ছোট বগী ইউনিয়নের জাকির তবক গ্রামের বসির উদ্দিন ফোরকান মৃধার মেয়ে সায়লা শারমিন।

বিজ্ঞাপন

নিহত সায়লা শারমিন বৃষ্টি ঢাকার আব্দুল্লাহপুরের সাপ্রো ডেন্টাল মেডিকেল কলেজের ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, মেডিকেল ছাত্রী সায়লা শারমিন বৃষ্টি নিজ বাসায় সকালে নাস্তা খেয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করেন। এরপরে তার ছোট ভাই হাসান দুপুরের খাবারের জন্য রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোনো ধরনের আওয়াজ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মা-ভাইয়ের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বৃষ্টিকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া জানান, ঘটনাস্থল আমি নিজেই পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, তবে কেন মেডিকেল ছাত্রী সায়লা শারমিন বৃষ্টি আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি । এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।