সোয়ারীঘাটে বিআইডব্লিউটিএ'র অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে বুড়িগঙ্গার তীরে যেসব অবৈধ স্থাপনা তৈরি হয়েছিল সেগুলো ভেঙে ফেলতে অভিযান চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি স্থাপনা ভাঙা হয়েছে বলে জান গেছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই উচ্ছেদ অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ'র পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, রোববার থেকে শুরু হওয়া দুই দিন ধরে এই অভিযান চলছে। এর মাধ্যমে বুড়িগঙ্গা নদীর তীরে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

দ্বিতীয় দিনের অভিযানে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে। একই সাথে হাজী সেলিমের মদিনা পানির ট্যাংকের শো-রুমটি আজ ভেঙ্গে ফেলার কথা। যা নদীর জায়গা দখল করে গড়ে ওঠা বলে জানা যায়। এর আগে রোববার হাজী সেলিমের ‘চাঁন সরদার কোল্ড স্টোরেজ’ ও ‘চাঁন সরদার ক্রোকারিজ মার্কেট’র অংশ বিশেষ ভেঙে ফেলা হয়।

বিজ্ঞাপন

এদিক,অভিযানকে কেন্দ্র করে জড়ো হয়েছে সাধারণ মানুষ। রয়েছে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি উপস্থিত আছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ।