শুকনো খড়ের গাড়িতে মিলল ৯৭ কেজি গাঁজা
শুকনো খড় পরিবহনের আড়ালে মাহিন্দ্রা পিকআপ ভ্যানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবলু মালি (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা।
আটক বাবলু মালি লালমনিরহাটের আদিতমারি উপজেলার নামুড়ি গ্রামের কানু মালির ছেলে। সে দীর্ঘদিন ধরে মাহিন্দ্রা পিকআপ পরিবহনের আড়ালে মাদকের চালান সরবরাহের পাশাপাশি মাদক কারবারির সাথে জড়িত।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর ও গাইবান্ধা (সিপিসি-৩) ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় ওই গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৭ কেজি গাঁজা উদ্ধার হয়। এছাড়াও মাহিন্দ্রা পিকআপ ও পিকআপের কাগজপত্র, পাঁচশত শুকনো খড়ের আটি, সিম কার্ডসহ ১টি মোবাইল ফোন, নগদ কিছু টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবলু মালিকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট থেকে গাঁজা নিয়ে সিরাজগঞ্জ জেলায় সরবরাহ করার কথা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতার বাবলু মালি। তার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।