রসিকে ৪১২৮৩ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুর সিটি করপোরেশনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেসব্রিফিং

রংপুর সিটি করপোরেশনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেসব্রিফিং

রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় ৪১ হাজার ২৮৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে জানিয়েছে প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।

তিনি বলেছেন, আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুর নগরের ১৬ থেকে ৩০নং ওয়ার্ডের ৩৬৯টি কেন্দ্রসহ ঝুঁকিপূর্ণ আঠারো এলাকার শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হবে। স্বেচ্ছাসেবী ও টিকা প্রদানকারী ১৮০ জনের মাধ্যমে ৪১ হাজার ২৮৩ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভা কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের মুখে মাস্ক ব্যবহার করে শিশুকে নিকটস্থ ইপিআই বা নির্ধারিত টিকা কেন্দ্রে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে হাম-রুবেলার টিকা নিতে আহ্বান জানিয়ে প্যানেল মেয়র আরও বলেন, হাম এবং রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই দুটি রোগ সাধারণত একজন রোগীর হাঁচি-কাশির মাধ্যমে কারও সংস্পর্শে আসা অন্যদের মধ্যে দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সের মানুষের হাম-রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ, জটিলতা ও মৃত্যুঝুঁকি বেশি।

বিজ্ঞাপন

প্যানেল মেয়র টিটু বলেন, হাম রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতার জটিলতা দেখা দিতে পারে। এজন্য ৯ মাস বয়স থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা নিতে হবে। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু কোনো অবস্থাতেই অসুস্থ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া যাবে না।

প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত এই টিকা প্রদান করা হবে। এ সময় টিকা গ্রহণ করে কোনো শিশু অসুস্থ হলে অভিভাবকদের না ঘাবড়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালসহ সিটি করপোরেশনে যোগাযোগ করতে হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- রসিকের নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব মো. রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ প্রমুখ।