রোগীকে জিম্মি করে অর্থ আদায়, সাত দালাল আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রোগীকে জিম্মি করে অর্থ আদায়, সাত দালাল আটক

রোগীকে জিম্মি করে অর্থ আদায়, সাত দালাল আটক

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সাত দালালকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে রমেক হাসপাতালের জরুরি বিভাগসহ আশেপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।

বিজ্ঞাপন

তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কখনো জিম্মি করে, কখনো বিভ্রান্ত করে অর্থ আদায়সহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে একটি সক্রিয় দালাল চক্র। তাদের বিরুদ্ধে রোগীদের দেয়া অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় জরুরী বিভাগসহ হাসপাতালের প্রধান ফটকের সামন থেকে সাতজনকে আটক করা হয়। তারা সেখানে চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতাদের ও তাদের আত্মীয়-স্বজনদের ইচ্ছাকৃত বাধাপ্রদান, মারমুখী আচরণ এবং ভয়-ভীতি দেখাচ্ছিলেন।

আটককৃতরা হলেন- হাজিরহাট এলাকার মৃত আক্তার হোসেনের পুত্র আবুল কাশেম (৫০) পরশুরাম থানার অকিবউদ্দিনের পুত্র মো. রফিক(৪১), হাজিরহাট থানার তফেল উদ্দীনের পুত্র মো. আ. মন্নাফ (৩৫), কোতোয়ালি থানার মৃত আনচারউল্লার পুত্র  মো. দুলাল (৪৫), হাজিরহাট থানা দিনাজপুরের মনছুর আলীর পুত্র মো. খোরশেদ আলম (৬৭), ধাপ কাকলী লেন এলাকার মৃত এলাহীর পুত্র মো. ইসরাফিল (৩২) এবং তারাগঞ্জ এলাকার এলাহী বকশের পুত্র মো. জাহেদুল ইসলাম (৪৫)।

বিজ্ঞাপন

আটক হওয়া দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।