রাজধানীর ট্যাপেনটাডল ও অবৈধ ওষুধসহ গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ইসলামপুর আমির মেডিসিন মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১১ হাজার ৪০২ পিস দেশী-বিদেশি অবৈধ সরকারি ঔষধসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম উত্তম রায়(৩৪)। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব‌ জানতে পারে তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী, ঔষধ কালোবাজারী ও বিদেশি ঔষধ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন যাবত বিক্রয় নিষিদ্ধ টাপেনটাডল ট্যাবলেটসহ বিভিন্ন সরকারি ঔষধ কালোবাজারী ও বিদেশি ঔষধ চোরাচালান করে আসছিল।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে।