রংপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর কোতয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের (ডিবি) অতি. উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর মুলাটন এলাকার আব্দুল হক মিয়ার ছেল কাজী কামাল উদ্দিন (৬০) ও বদরগঞ্জ উপজেলার লালদিঘী এলাকার আফজাল হোসেনের ছেলে রাসেল বাবু (২৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে মুলাটোল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে ওই এলাকার সালেহা বেগমের তিনতলা বাসার ভাড়াটিয়া কাজী কামাল উদ্দিনের (৬০) শয়নকক্ষে অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া নগরীর দেওডোবা ডাংগিরপার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রাসেল বাবুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
উভয়ে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।