পিরোজপুর পৌর মেয়র ও তার স্ত্রীসহ ২৮ বিরুদ্ধে দুদকের মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

পিরোজপুর পৌর মেয়র ও তার স্ত্রী

পিরোজপুর পৌর মেয়র ও তার স্ত্রী

পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একটিতে পৌর মেয়র ও তার স্ত্রী আর অন্যটিতে মেয়রসহ পৌরসভার ২৭ কর্মকর্তা কর্মচারীদের অভিযুক্ত করা হয়েছে। ৩ নম্বর মামলায় মেয়র মালেক ও তার স্ত্রী নিলা রহমানকে অভিযুক্ত করে জ্ঞাত আয় বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২টাকার সম্পদ থাকা। আর ৪ নম্বর মামলায় মেয়র মালেক, পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেনসহ পৌরসভার মোট ২৭ জনের বিরুদ্ধে পৌরসভার একটি নিয়োগে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে মামলার বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার উপ-পরিচালক আলী আকবর।

এসময় তিনি জানান, গত ২৭ ডিসেম্বর দুদক পৌর মেয়র মালেকের সম্পদের বিবরণীচেয়ে তাকে, স্ত্রী মিসেস নিলা রহমান, কন্যা নওরীন আক্তার ও পুত্র ফয়সাল রহমানকে জ্ঞাত সম্পদের হিসাব ও তথ্য বিবরণীচেয়ে চেয়ে একটি নোটিশ প্রদান করেন। এছাড়া পৌরসভার ২৫ জন কর্মচারী নিয়োগে জনপ্রতি ৫ লাখ টাকা করে ঘুষ গ্রহণ, বাস ও মিনিবাস থেকে অবৈধ চাঁদা আদায়, এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারি করার অভিযোগ করে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশের যথাযথ উত্তর না পাওয়ায় কমিশন তাকে (উপ পরিচালক আলী আকবর) এ বিষয়ে অনুসন্ধানের জন্য দায়িত্ব দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে দুদকের বরিশালের সমন্বিত কার্যালয়ে উপস্থিত হয়ে এই মামলা দুইটি দায়ের করেন তিনি।

বিজ্ঞাপন

আরও জানান, পৌর সভার ২৫ জন কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় পৌর মেয়রসহ অভিযুক্ত অন্যান্যরা হলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌর সভার সচিব (বদলী) মাসুদ আলম, ক্যাশিয়ার (প্রমোশন হিসাব রক্ষক) মাইনুল ইসলাম, সহকারী কর আদায়কারী (প্রমোশন স্টোর কিপার) মাহাবুবুর রহমান, নিম্নমান সহকারী শারাফাতুন মান্নান, সহকারী কর নির্ধারক ওয়াদুদ খান, সহকারী কর নির্ধারক মিজানুর রহমান, টিকাদানকারী ফরহাদ হোসেন মল্লিক, সহকারী কর আদায়কারী মেহেদি হাসান চপল, সহকারী কর আদায়কারী রাশিদা বেগম, বাজার আদায়কারী রাজু আহমেদ, বাতি পরিদর্শক রবিউল আলম, অফিস সহকারী মাকসুদা খানম, ফটোকপি অপারেটর আনোয়ার হোসেন, টিকাদনকারী জামিউল হক, টিকাদানকারী লাইজু আক্তার, টিকাদানকারী রেক্সোনা মজুমদার, টিকাদানকারী জান্নাতুল ফেরদৌসী, নৈশপ্রহরী ফজলুল হক ও নজরুল ইসলাম, পিয়ন খাদিজা বেগম, পিয়ন দীপক কুমার পাল, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান মিন্টু এবং প্রহরী রনজিৎ।

উল্লেখ্য, পিরোজপুর সদর পৌর সভার পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজুপর জেলা আ.লীগের সহ সভাপতি। তিনি গত পৌর নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।