বরিশালে ৭ লাখ ইয়াবাসহ আটক দুই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালে ৭ লাখ ইয়াবাসহ আটক দুই। ছবি: বার্তা২৪.কম

বরিশালে ৭ লাখ ইয়াবাসহ আটক দুই। ছবি: বার্তা২৪.কম

বরিশালে প্রায় ৭ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এর মধ্যে একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী রয়েছে।

শনিবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম। নগরীর রুপাতলী র‌্যাব-৮ এর সদর দফতরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম পানখালী এলাকার মৌলভী মো. ইউনুচের ছেলে ইব্রাহিম (২৫) ও একই জেলার উখিয়া থানার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা আবুল হোসেনের ছেলে মো. আলম (৩০)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৩টায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শেখ কামাল ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ লাখ ৭৭ হাজার ৫৬ পিস ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি মোবাইল, ৪টি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭৫ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব-৮ এর অধিনায়ক।

জানা গেছে, আটক দুই মাদক ব্যবসায়ী মিয়ানমার হতে সমুদ্রপথে ট্রলারযোগে ইয়াবা নিয়ে এসে প্রাইভেটকার যোগে ঢাকা যাচ্ছিল।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম, ক্যাপ্টেন খালেদ মাহমুদসহ র‌্যাব-৮ এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।