ঘূর্ণিঝড় ইয়াস: যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

  ঘূর্ণিঝড় ইয়াস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অভ্যান্তরীণ নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে বিআইডব্লিউটিএ'এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় ইয়াস ঘণ্টায় ২১ কিলোমিটার গতিতে এগোচ্ছে। মঙ্গলবার বিকেলের মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বুধবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে এটি আঘাত হানতে পারে।

বিজ্ঞাপন

এরই মধ্যে ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, নোয়াখালী এলাকার নিচু এলাকা এবং চরাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে।

উপকূলীয় অঞ্চলে বিপদ সংকেতের লাল পতাকা টাঙানো হয়েছে। সবাইকে সতর্ক করতে চলছে মাইকিং। দমকা বাতাসের সাথে খুলনায় বৃষ্টি শুরু হয়েছে। এ যেনো লাল পতাকায় চিন্তার ভাজ উপকূলজুড়ে।

খুলনার উপকূলীয় এলাকায় নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে ঝুঁ‌কিপূর্ণ এলাকাগুলোর বাঁধ ভেঙে লোকালয় প্লা‌বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।